• মাথার খোঁজে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি, হৃদয়পুরে টুকরো টুকরো দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্য
    এই সময় | ৩০ ডিসেম্বর ২০২৪
  • বারাসতের হৃদয়পুর এলাকায় বস্তাবন্দি দেহাংশ উদ্ধারের ঘটনায় এখনও মুন্ডুর হদিশ মিলল না। ঘটনায় রহস্য আরও বাড়তে শুরু করেছে। শনিবার হৃদয়পুর স্টেশনের কাছে ১ নম্বর বেঙ্গল কেমিক্যাল তল্লাট হিসেবে পরিচিত একটি পুকুর থেকে একাধিক বস্তায় উদ্ধার হয় মানবদেহের টুকরো অংশ। এই দেহাংশ কার? তদন্তে নেমে হাতড়ে বেড়াচ্ছে পুলিশ। পুকুরে আরও এমন বস্তা রয়েছে কি না সঙ্গে মুন্ডুর খোঁজে ওই পুকুরে ডুবুরি নামানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, দেহের বিভিন্ন অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। তাই ডুবুরি নামিয়ে, জাল ফেলে দেহের অন্যান্য অংশগুলি সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর পর্যন্তও কোনও রহস্যজনক বস্তা বা প্যাকেট উদ্ধার হয়নি। তবে তল্লাশি জারি রয়েছে। এই প্রসঙ্গে এসডিপিও বারাসত বিদ্যাগর অজিঙ্কা অনন্ত জানান, গোটা ঘটনার তদন্ত চলছে। নতুন করে কিছু জানা যায়নি। থমথমে গোটা এলাকা।

    মুন্ডুহীন দেহাংশগুলো পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে। এমনিতে খণ্ড খণ্ড দেহ, তার উপর মাথা নেই। নিহতে পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কে বা কারা এ ভাবে জনবহুল এলাকার একটি পুকুরে মানুষের খণ্ড খণ্ড দেহ বস্তাবন্দি করে ফেলে রেখে চম্পট দিল, সেটা যেমন স্থানীয়দের প্রশ্ন, তেমনই বিষয়টা ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করার পর মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে সেগুলোকে বস্তাবন্দি করে কিছু দিন আগেই ওই পুকুরে ফেলা হয়েছে। সে জন্য দেহাংশগুলোর পচাগলা অবস্থা।

    স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকা মোটের উপর শান্তিপূর্ণ। বড় কোনও ঝগড়া বা সমস্যা সাম্প্রতিক অতীতে হয়নি। ফলে সেখানে কে বা কারা এই কাণ্ড ঘটাল? এই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাঁদের কথায়, ‘আমরা সকলেই আতঙ্কিত। বস্তাগুলি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে পুলিশে খবর দেওয়া হয়। তবে সেখান থেকে যে এ ভাবে দেহাংশ বার হবে, তা দুঃস্বপ্নেও কেউ ভাবতে পারেনি।’

    দেহটি পুরুষের বলেই প্রামথিকভাবে অনুমান। গত কয়েক দিনে বারাসত পুলিশ জেলা ও আশপাশের বিভিন্ন জেলার থানাগুলো থেকে নিখোঁজদের ব্যাপারে সবিস্তার তথ্য জানার চেষ্টা চলছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)