এই সময়, কোচবিহার: ফের মর্টার উদ্ধার কোচবিহারে। বাংলাদেশ সীমান্তের পর এবার কোচবিহারের ডাউয়াগুড়ির সামন্ত পাড়ায় রবিবার বিকেলে একটি তাজা মর্টার সেল উদ্ধার হলো। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী।
গোটা রাত এলাকাটা ঘিরে রাখা হচ্ছে। কারণ খবর দেওয়া হলেও সোমবার সকালের আগে বম্ব স্কোয়াডের লোকজন ঘটনাস্থলে আসতে পারবেন না। আর সাধারণত রাতে কোনও বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় না।
ডাউয়াগুড়ির মরা নাওতারা নদীর ধারে ফাঁকা জমিতে এ দিন মর্টারটিকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। তবে কোথা থেকে এই জিনিস এল, সে বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। সূত্রের খবর, কুকি জঙ্গিরা সাধারণত এই মর্টার ব্যবহার করে। আবার এই ধরনের মর্টার আধা সেনারাও ব্যবহার করে থাকেন।
তাই বিষয়টি আরও ভাবাচ্ছে পুলিশ–প্রশাসনকে। মর্টার উদ্ধারের স্থানীয় বাসিন্দা শ্যামল ঘোষ বলেন, ‘আমরা সকলেই আতঙ্কে রয়েছি। কখন এটা ফেটে যায় সেই ভয় লাগছে।’ মর্টার দেখতে এলাকায় ভিড় হয়ে যায়। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ ওই এলাকা থেকে সকলকেই সরিয়ে দেয়।
কয়েকদিন আগেই দিনহাটার ভারত–বাংলাদেশ সীমান্তে একটি মর্টার উদ্ধার হয়েছিল। পাকিস্তান লেখা সেই মর্টারকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে ছিল। এদিন ফের মর্টার উদ্ধারের ঘটনা প্রকাশ্যে পড়ে থাকায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এ দিন যেখান থেকে এই মর্টারটি উদ্ধার হয় তার থেকে তিন কিলোমিটারের মধ্যে একটি বিএসএফ ক্যাম্প রয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিএসএফ কর্তারা।