হেলিকপ্টারে সন্দেশখালি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা, সঙ্গে সুজিত বসু, হাজারও মানুষের ভিড় সভাস্থলে...
আজকাল | ৩০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার ডুমুরজলা থেকে সোমবার বেলায় হেলিকপ্টারে রওনা দেন তিনি। দুপুর ১টা নাগাদ সন্দেশখালির মিশন মাঠে পৌঁছন মুখ্যমন্ত্রী। সভাস্থলে আগতদের দিকে হাত নাড়িয়ে উঠে যান মঞ্চে। সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। সন্দেশখালির মঞ্চ থেকে প্রায় ২০ হাজার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেবেন তিনি। করবেন প্রশাসনিক বৈঠকও। সভাস্থলে উপস্থিত হয়েছেন হাজারও মানুষ।
লোকসভা ভোটে বসিরহাটে বিপুল জয় পায় তৃণমূল। জয়ের জন্য বসিরহাট লোকসভার মানুষকে শুভেচ্ছা জানিয়েছিলন মুখ্যমন্ত্রী। তারপর কয়েকমাস কেটে গিয়েছে। গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভোটের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি সন্দেশখালি যাবেন না? বলেছিলাম পরে যাব। গত বৃহস্পতিবার নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ৩০ ডিসেম্বর তিনি সন্দেশখালি যাবেন।
নতুন বছরে বসিরহাট লোকসভা আসনে উপনির্বাচন। তার আগে মমতার সন্দেশখালি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মিশন মাঠে সভাস্থলের কাছেই তৈরি হয়েছে হেলিপ্যাড। রবিবার সেখানে হেলিকপ্টার নামার মহড়া হয়েছে। মমতার সন্দেশখালি সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মঞ্চ ও আশপাশের এলাকা।