প্ল্যান পাসে জাল রসিদ, কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দায় নিয়ে পদত্যাগ পুর চেয়ারম্যানের...
আজকাল | ৩০ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিল্ডিং প্ল্যান পাশের জাল রসিদ নিয়ে অভিযোগ ওঠায় দায় নিয়ে পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী। সোমবার দিনহাটা পৌরসভার বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সকল কাউন্সিলরের উপস্থিতিতে পদত্যাগ করেন তিনি। অভিযোগ, পৌরসভার এক কর্মী উত্তম চৌধুরী বিল্ডিং প্ল্যান পাশ করা নিয়ে জাল রসিদ দিয়ে আসছিল। সেই দুর্নীতি পৌরসভা টের পায়নি। তদন্ত করে জানা গিয়েছে সেগুলো পৌরসভার সিল ও চেয়ারম্যানের সই জাল করে করা হয়েছিল। সেই কারণে উত্তমকে শোকজ করা হলে শুরু হয় জল্পনা। তারপরেই পৌরসভার চেয়ারম্যানের উপর চাপ বাড়তে থাকে। অস্বস্তিতে পরে শাসকদল তৃণমূল কংগ্রেসও। সেই কারণেই এদিন দুপুরে পৌরসভার মিটিং ডাকা হয়।
সেই মিটিংয়ে পদত্যাগ করেন পৌরসভার চেয়ারম্যান। দিনহাটা পৌরসভার বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে সদ্য প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী বলেন, 'আজ পৌরসভার মিটিং ছিল। কয়েকদিন ধরে শহরের কিছু মানুষ বিভ্রান্ত রয়েছেন। তাঁরা পৌরসভার বিল্ডিং প্ল্যান পাস নিয়ে কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলি তদন্ত করে দেখা গিয়েছে পৌরসভার বাইরে থেকে একটা চক্র কাজ করছে। তারা পৌরসভার সিল, প্যাড ও আমার সাক্ষর জাল করে মানুষকে প্রতারণা করছে। তারপর আমরা থানায় এফ আই আর দায়ের করি। পুলিশ তদন্ত করছে। আজ বোর্ড মিটিংয়ে আমি পদত্যাগ করলাম।' তাঁর কথায়, 'অনেকে ভাবতে পারেন চেয়ারম্যান পদে থেকে তদন্তে প্রভাব খাটাতে পারি। তাই এই পদত্যাগ। আমি চাই সঠিক তদন্ত হোক।
যারা মানুষকে প্রতারিত করছে তাদের শাস্তি হোক।' এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান, চেয়ারম্যান পদত্যাগ করেছেন ওটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। যাতে তদন্ত নিয়ে কোনও সংশয় না হয় সেই কারনে চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এটা ভালো পদক্ষেপ। তার এই পদত্যাগে তিনি তাঁর সাহসিকতার পরিচয় দিয়েছেন।' প্রসঙ্গত, দিনহাটা পৌরসভা এলাকায় বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে জাল রসিদ কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই কারণে আজকেই দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর পদত্যাগের খবর চাউর হতেই শোরগোল ছড়িয়ে পড়ে।