• খরচ কোটি টাকার উপর, পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়ের রাজকীয় আয়োজন, হাজির রইলেন টলি-বলি তারকারা...
    আজকাল | ৩০ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হাজির টলি-বলি তারকারা। ঝকঝকে উপস্থিতি তারকাদের, যেন চাঁদের হাট। রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, আবার সুদূর মুম্বই থেকে উড়ে এসেছেন আবরাজ খানও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেসব ভিডিও। কিন্তু আয়োজন কীসের? সিউড়ীর পাথর ব্যবসায়ীর মেয়ের বিয়ে ঘিরে বীরভূম জুড়ে চর্চা। শনিবার রাজকীয় এই বিয়ের আয়োজনে কোটি খরচ হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। 

    জানা গিয়েছে, জেলার এই পাথর ব্যবসায়ী অত্যন্ত প্রভাবশালী। রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন মহলে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলেও স্থানীয়দের দাবি। এই পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। অভিযোগ, তিনি অবৈধ পাথর খাদান থেকে পাথর তুলে কোটি কোটি টাকা আয় করেছেন। বিয়ে উপলক্ষে এক বিশাল জায়গা জুড়ে যেমন প্যান্ডেল তৈরি করা হয়েছিল তেমনি তৈরি করা হয়েছিল এক বিশাল মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল রাজকীয় খাবার। ঠিক কতজন লোক এই বিয়েতে যোগ দিয়েছেন তার সঠিক হিসাব না পাওয়া গেলেও জানা গিয়েছে প্রায় এক হাজারের কাছাকাছি লোক যোগ দিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে। 

    স্থানীয়দের অভিযোগ, অবৈধ উপায়ে উপার্জিত অর্থ এই বিয়েতে খরচ করা হয়েছে।‌ ঠিকঠাক তদন্ত হলেই গোটা বিষয়টি বেরিয়ে পড়বে। তবে ব্যবসায়ী বা তাঁর তরফে কেউই এবিষয়ে কিছু মন্তব্য করেননি। 
  • Link to this news (আজকাল)