• খাবারের দোকান বসানো ঘিরে সংঘর্ষ, বাঁশ ও লাঠি নিয়ে ব্যস্ত রাস্তায় মারামারি ...
    আজকাল | ৩০ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খাবারের স্টল বসানো নিয়ে ধুন্ধুমার মালদার চাঁচলে। দফায় দফায় সংঘর্ষের জেরে আটকে যায় রাস্তা। পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। শেষে লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে গোলমাল থামায় পুলিশ। জানা গিয়েছে, বর্ষবরণের কার্নিভালে খাবারের স্টল কে বসাবে এই নিয়ে স্থানীয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়েছে। চাঁচল সদরের তরলতলা মোড়ে এলআইসি মোড়ে সোমবার এক পক্ষ স্টল বসাতে গেলে অপরপক্ষ গিয়ে বাঁশ খুলে দেয়। 

     

    এই নিয়ে লাগে গোলমাল‌। শুরু হয় তুমুল হাতাহাতি। অভিযোগ, পুলিশ এলে তাদের দিকে রীতিমতো আঙুল উঁচিয়ে হুমকি দেন স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা। লাঠি ও বাঁশ নিয়ে পরস্পর পরস্পরের দিকে তেড়ে গেলে শুরু হয় ছোটাছুটি। পথচারীরা হুড়োহুড়ি শুরু করে দেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও এলাকার ব্যবসায়ীদের মধ্যে। অনুরোধে কাজ না হওয়ায় বাধ্য হয়ে পুলিশকে কিছুটা লাঠিচার্জ করতে হয়। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)