• ক্রিকেট মাঠে গোলমালের জের, বন্দুক উঁচিয়ে হুমকি যুবকের, হরিদেবপুরে চাঞ্চল্য 
    আজকাল | ৩০ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রিকেট টুর্নামেন্টে ঝামেলার জের। বন্দুক উঁচিয়ে যুবকের দাপাদাপিতে তুমুল চাঞ্চল্য কলকাতার হরিদেবপুরে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে। 

    ঘটনাটি ঘটেছে রবিবার। হরিদেবপুরের একটি ক্লাবের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। খেলা চলাকালীন আচমকাই দু’‌দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। যা পরবর্তীতে মারামারির পর্যায়ে গড়ায়। অভিযোগ, তা থামানোর চেষ্টার মাঝেই আচমকা এক যুবক পকেট থেকে পিস্তল বের করে তেড়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মাঠে। অভিযোগ, এক পক্ষকে ভয় দেখানোর জন্য অপর পক্ষের কোনও সদস্য এই কাজ করেছে। এদিকে যে ক্লাব এই টুর্নামেন্ট আয়োজন করেছিল তাদের তরফে বলা হয়েছে, বাইরের বহু দল এসেছিল খেলতে। এসেছিল বাইরে থেকে বহু সমর্থক। আচমকাই দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ, সেই সময় এক যুবক পিস্তল বার করে। শূন্যে বন্দুক উঁচিয়ে ভয় দেখায়। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে টুর্নামেন্ট বন্ধ করে দেয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। 

    যদিও ঘটনার পরেই ক্লাবের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়। ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এল তা জানার চেষ্টা করছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)