এদিন সভায় কয়েকজন একটি পোস্টার নিয়ে হাজির হন। যাতে লেখা ছিল, বিদ্যাধরী নদীর উপর জেলিয়াখালী ও রামপুর সংযোগকারী সেতু চাই। এই পোস্টার দেখে মমতা বলেন, ‘একটা ব্রিজ এখনই দিলাম। তোমরা বলছ তাই বিষয়টা আমি নজরে রাখব। একসঙ্গে তো সব হয় না। টাকা জোগার করতে হবে। কেন্দ্রীয় সরকার তো টাকা দেয় না।’ বিজেপি আক্রমণ করে তিনি বলেন, ‘ওদের অনেক টাকা আছে। এগুলো অন্যায়ের টাকা। এই টাকায় হাত দেবেন না।’ বিজেপির পাশাপাশি এদিন সিপিএমকেও আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, ‘বামফ্রন্ট সবথেকে বেশি অত্যাচার করে গিয়েছে। আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি। তাঁরা এখন বড় বড় কথা বলতে শুরু করেছে। নরকঙ্কাল, পাসণ্ড, মানুষকে মেরে ফেলার দল। এদের মিথ্যা কথায় ভুলবেন না। মনে রাখবেন, সন্দেশখালিতে কোনও ঘটনা ঘটলে আমার কানে এক সেকেন্ডের মধ্যে আসে।’