আইনি জটিলতা না কাটলে ২০২৩ টেটের ফল প্রকাশ সম্ভব নয়, সাফ জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি
দৈনিক স্টেটসম্যান | ৩০ ডিসেম্বর ২০২৪
উল্লেখ্য, ২০২৩-এর প্রশ্ন বিতর্কের অবসানে কোন প্রশ্নের সঠিক উত্তর কোনটি, তা জানানোর জন্য গত ৭ মে পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি প্রশ্ন চ্যালেঞ্জ করারও সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ যদি কোনও প্রশ্নের সঠিক উত্তর নিয়ে কোনও পরীক্ষার্থীর কোনও দ্বিমত থাকে, তাহলে তিনি তা তুলে ধরতে পারবেন। ১০ মে থেকে ৯ জুন মধ্যরাত পর্যন্ত সেই অভিযোগ জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এরপরই ফলপ্রকাশ নিয়ে আশাবাদী ছিলেন পরীক্ষার্থীরা। তবে এখনও কোনও রেজাল্ট প্রকাশিত হয়নি।