• নতুন বছর থেকে বদলে যাচ্ছে হাতিবাগানের স্টার থিয়েটারের নাম!
    ২৪ ঘন্টা | ৩০ ডিসেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'মা-বোনেদের সম্মান জানানোর জন্য আমাদের সিদ্ধান্ত'। নতুন বছর থেকেই বদলে যাচ্ছে স্টার থিয়েটারের নাম! সন্দেশখালির সভা থেকে ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী।

    বছরশেষে সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন ১টা। এদিন দুপুরে কলকাতা থেকে সন্দেশখালিতে পৌঁছন তিনি। সভামঞ্চ থেকে বিভিন্ন সরকার প্রকল্পের সুবিধা তুলে দেন স্থানীয় বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কলকাতায় একটা ঘোষণা করব। পয়লা জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন। খুবই বিখ্যাত। আমি মেয়রকে ইতিমধ্যেই বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। কারণ, এটাও  এটাও একটা মা-বোনেদের সম্মান জানানোর জন্য আমাদের সিদ্ধান্ত'।

    উত্তর কলকাতাতেই ছিল, তবে হাতিবাগানে নয়। বিনোদিনীর স্টার থিয়েটারটি ছিল বিডন স্ট্রিটে। ১৯২৮ সালে সেন্ট্রাল অ্যাভিনিউ তৈরির সময়ে যেটি বিলুপ্ত হয়ে যায়। হাতিবাগানের স্টার থিয়েটার কিন্তু বিনোদিনীর টাকা তৈর হয়নি। এমনকী, সেখানে তিনি অভিনয়ও করেননি কখনও। কিন্তু কালে কালে হাতিবাগানের সেই স্টার থিয়েটার ও বিনোদিনীর সমার্থক হয়ে উঠেছে। নাম-মাহাত্ম্য এমনই যে, হাতিবাগানের স্টার থিয়েটারের সঙ্গে বিনোদিনীর স্মৃতিকে জুড়ে দিয়েছেন মানুষ।

  • Link to this news (২৪ ঘন্টা)