• বাঘের পর হাতি! একের পর এক দোকানে হামলা চালাল, ক্ষতিগ্রস্ত অফিসও...
    ২৪ ঘন্টা | ৩০ ডিসেম্বর ২০২৪
  • অরূপ বসাক: গভীর রাতে একটি কাপড়ের দোকানে হামলা চালায় হাতি। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা এলাকার আংরাভাসা- ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ধূমপাড়ায়। জীবন বসাক নামে এক কাপড়ের ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে হাতিটি সমস্ত কিছু ভাঙচুর করে। দোকানের বারান্দা এবং কাপড় মজুত রাখার গুদামঘরটিও গুঁড়িয়ে দেয়। পাশপাশি সেই রাতেই ওই একই হাতির হানায় এলাকা সংলগ্ন একটি দুধের কোম্পানির অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় হাতিটির দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। হাতিটি নাথুয়ার জঙ্গল থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। এদিন সকালে এলাকাটি পরিদর্শন করে যান বনকর্মীরা। বাসিন্দা জানিয়েছেন, বন দফতরকে সমস্ত কিছুই জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করলে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাওয়া যাবে।

    এছাড়া হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তাঁরা। অন্যদিকে, কোনওভাবেই হাতির হানা কমছে না মেটেলি ব্লকে। মেটেলি ব্লকের বাতাবাড়িতে ফের হাতির হানায় ভাঙল ঘর। ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচলেন বাড়ির লোকজন। মেটেলি ব্লকের বাতাবাড়ি খর পাড়া এলাকার ঘাটনা। ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গভীর রাতে বাড়ির সকলেই গভীর নিদ্রায় মগ্ন।

    হাতিটি খরপাড়ায় এসে তরণী রায়ের ঘরের বাঁশের বারান্দা ভেঙ্গে দেয়। শব্দে বাড়ির লোকজন টের পেয়ে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের ওই এলাকা থেকে খরিয়ার বন্দর জঙ্গলে চলে যায়। এলাকায় হাতির হানা রুখতে রাত্রে বন কর্মীদের টহলদারি-সহ এলাকার জনগণকে হাতির হাত থেকে রক্ষার জন্য সার্চলাইট প্রদানের দাবি জানান বাসিন্দারা। 

    আরও পড়ুন, Petrol Diesel Price: বাজেটের পরই কমছে পেট্রোল-ডিজেলের দাম! কম হচ্ছে ট্যাক্সের হারও

    (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

  • Link to this news (২৪ ঘন্টা)