জেলায় নতুন মহকুমা, সেতু-ফেরিঘাট, সন্দেশখালিতে ঢালাও উন্নয়নের ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রতিদিন | ৩০ ডিসেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার বিক্ষোভ, প্রতিবাদের আঁচ বিন্দুমাত্র গায়ে লাগেনি। গেরুয়া শিবিরের শত ষড়যন্ত্র তছনছ করে চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটে মাথা তুলে দাঁড়িয়েছিল ঘাসফুল, যে লোকসভার এলাকার অন্তর্গত সন্দেশখালি। সেই জয় এসেছিল উন্নয়নের পথ ধরেই। তা বজায় রাখতে বছরশেষে সন্দেশখালি গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা থেকে আরও একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে কার্যত নতুন বছর উপহারের ডালি ভরে দিলেন তিনি। প্রশাসনিক কাজের সুবিধার্থে উত্তর ২৪ পরগনা জেলায় আরও মহকুমা তৈরির কথা বললেন তিনি। বললেন দ্বীপাঞ্চল সন্দেশখালিতে ফেরিঘাট, লঞ্চ, সেতুর উন্নয়নের কথা। ৬৬টি প্রকল্পের জন্য ১২৩ কোটি টাকা বরাদ্দ করলেন। বোঝালেন, উন্নয়নের স্রোতে স্রেফ ভেসে যায় যে কোনও রাজনৈতিক চাল। জুনে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর বসিরহাট কেন্দ্রের জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তিনি নিজে সন্দেশখালি যাবেন জনতাকে ধন্যবাদ জানাতে। সেকথা রাখলেন নেত্রী। একেবারে বছরশেষে সন্দেশখালির অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক সভা থেকে সরকারি পরিষেবা প্রদান করলেন। একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করলেন। প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিতে আগেও নতুন নতুন মহকুমা তৈরি হয়েছে। হয়েছে পুলিশ জেলাও। সেদিক থেকে কিছুটা পিছিয়ে সন্দেশখালি। সরকারি কাজকর্মের জন্য কমবেশি ঘণ্টাখানেকের দূরত্ব অতিক্রম করতে হয় বাসিন্দাদের। যদিও সন্দেশখালিতে ব্লক অফিস আছে। নিকটবর্তী মহকুমা বসিরহাট, যা বেশ খানিকটা দূরে। এসব মাথায় উত্তর ২৪ পরগনায় জেলায় আরও একটি মহকুমা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালি ২ নম্বর ব্লকের ঝুপখালি, বেড়মজুর ১ নম্বর ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন সন্দেশখালি থেকে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, নতুন বছরে রাজ্যের দুর্গম এলাকায় দুয়ারে সরকার হবে। ২৬ জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যন্ত চলবে এই প্রকল্প। যার মাধ্যমে জনগণ নিজেদের জরুরি কাজ করে নিতে পারবেন। সে অর্থে সন্দেশখালির মতো দ্বীপ ঘেরা অঞ্চল দুর্গম। এখানকার বাসিন্দারাও দুয়ারে সরকারের মাধ্যমে পরিষেবা পাবেন।