অর্ণব আইচ: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় আবারও পিছিয়ে গেল চার্জগঠন প্রক্রিয়া। সোমবার চার্জশিটে নাম থাকা ‘কালীঘাটের কাকু’ আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় শেষমেশ হাজিরা দিতে পারেননি। সেই কারণে এদিনও চার্জগঠন হয়নি। তবে অন্যান্য অভিযুক্ত ? পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা সকলেই হাজির হয়েছিলেন ইডির বিশেষ আদালতে। চার্জগঠন না হওয়ায় কিছুটা তাঁরা ক্ষুণ্ণ হলেও জানালেন, বিচারব্যবস্থার উপর আস্থা আছে। এসবের মাঝে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া কিছুটা ভিন্ন। হতাশার মাঝেও তিনি ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানালেন সকলকে। এদিন ব্যাঙ্কশাল আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকরা কার্যত ঘিরে ধরেন পার্থ, অর্পিতা, কুন্তলদের। প্রশ্ন করা হয়, আবার যে পিছিয়ে গেল চার্জগঠন তা নিয়ে কী প্রতিক্রিয়া তাঁদের। পার্থ চট্টোপাধ্যায় এসব নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি। তিনি বললেন, ”নববর্ষের শুভেচ্ছা জানাই। বিশেষ করে বেহালা পশ্চিমের বাসিন্দাদের নববর্ষের হার্দিক শুভেচ্ছা জানাই। এই দুঃসময়ে পাশে থাকার জন্য।” ২০২১ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর দলের সদস্যপদ বাতিল করা হয়, খারিজ হয় সমস্ত দলীয় পদও। এই মুহূর্তে তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। আর তাই বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। অর্পিতা মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ”আমি আইন ব্যবস্থার উপর বিশ্বাস রাখি। আমার যা বলার আগেই বলে দিয়েছি।” কুন্তলও বলছেন একই কথা। তাঁর বক্তব্য, ”কী আর বলব? বিচারব্যবস্থার উপর আস্থা রাখি।” তাপস মণ্ডল জানান, তাঁর শরীর খারাপ, তিনি অসুস্থ। তবু আদালতকে অপমান করতে চান না বলে কষ্ট করে এসেছেন। আগামী ২ জানুয়ারি ফের শুনানি হবে। দ্রুত চার্জগঠন হোক, চাইছেন সকলে।