• রেলে কর্মরত, নাইট ডিউটি সেরে ঘরে ফিরে স্ত্রীর কাণ্ডে হতবাক স্বামী ...
    আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
  •  

    আজকাল ওয়েবডেস্ক: বর্ধমানের বাদশাহী রোডে উদ্ধার মা ও তাঁর চার বছরের শিশুকন্যার মৃতদেহ। মৃত মা মামনি সাউ বর্মণ, তেমনটাই জানিয়েছে পুলিশ। সোমবার সকালে 'দুজনের দেহ ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছিল। শিশুটির হাত বাঁধা ছিল। এলাকাবাসীর অনুমান, মেয়েকে হত্যার পর মা আত্মহত্যার পথ বেছে নেন। 

    বাড়ির মালিক তপনকুমার ভট্টাচার্য জানান, মৃতার স্বামী প্রভঞ্জন বর্মণ রেলে কাজ করেন।‌ সোমবার সকালে অফিস থেকে ফিরে বাইরে থেকে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে তাঁকে ডাক দেন। খবর যায় পুলিশে। এরপর তাদের সামনেই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় মা ও মেয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে। শিশুটির হাত বাঁধা ছিল। বাড়ির মালিকের দাবি, দু'বছর ধরে তাঁরা থাকলেও কখনও তাঁদের মধ্যে কোনও গোলমাল, গন্ডগোল দেখা যায়নি। 

    প্রতিবেশী জয়ন্ত রায় জানান, প্রভঞ্জন তাঁর সহকর্মী। ছেলে হিসেবে যথেষ্ট ভালো।‌ এই পরিবারের উপর দিয়ে কীভাবে এতবড় একটা ঝড় বয়ে গেল তা কিছুতেই তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানান। 

    ঘটনার তদন্তে নেমে পুলিশ খোঁজ করছে এটা নিছক একটি আত্মহত্যা না খুনের ঘটনা। কারণ প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটি নির্বিরোধী ছিল। ফলে হঠাৎ এমনকী ঘটনা ঘটল যে মহিলা তাঁর মেয়েকে নিয়ে আত্মহত্যা করতে গেলেন! পাশাপাশি তাঁদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে তারা। ময়নাতদন্তের পর বিষয়গুলি পরিষ্কার হবে।
  • Link to this news (আজকাল)