• নতুন বছরের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার কোপ! রাজ্যে শীত জাঁকিয়ে পড়বে কবে? ...
    আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ডিসেম্বর শেষ হলেও, শীত আসেনি বঙ্গে। বছরের শেষেও একপ্রকার গায়েব পঞ্চম ঋতু। তবে হাওয়া অফিস জানাচ্ছে, বর্ষশেষ কিংবা বর্ষবরণের রাতেও সেভাব শীত আসবে না। যদিও নতুন বছরের শুরুতেই এক ধাক্কায় কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ, একেবারে শেষদিকে, ভরা শীত থাকার কথা যখন, তখন যে গরমের আমেজ, সেই গরমের আমেজ কাটিয়ে বঙ্গে শীতের আমেজ আসবে।

    দক্ষিণ বঙ্গে আগামী কয়েকদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। খাস কলকাতায় বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ কিংবা তার নীচে নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন বছরে কুয়াশার দাপট থাকবে বেশি। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা ২০০মিটারের কম থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারের নীচে। আগামী কয়েকদিন  দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশি কুয়াশা হতে পারে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। 

    অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস, ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর–পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় তৈরি হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১ এবং ৬ জানুয়ারি। এছাড়া জেডস্ট্রিম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া রাজস্থানে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে গুজরাট পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আর এসব কারণে নতুন বছরে শীত কতটা জাঁকিয়ে পড়বে, সেই প্রশ্নে কপালে ভাঁজ থেকেই যাচ্ছে।
  • Link to this news (আজকাল)