• ভারতীয় নাগরিককে বাবা পরিচয় দিয়ে বাগদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী! হানা দিতেই পুলিশের জালে ২
    আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পরিচয় নকল করে পাসপোর্ট বানিয়ে ওপার থেকে এপারে ঢুকে পড়ছে বহু বাংলাদেশি। সতর্ক বিএসএফ। সজাগ পুলিশও। সন্দেহভাজন দেখলেই সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলিতে চলছে তল্লাশি। আর এই অভিযানেই পুলিশের জালে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলাদেশি যুবককে ছেলে পরিচয় দিয়ে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার একজন ভারতীয় ও এক বাংলাদেশি যুবক। ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা থানার কনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের।

    পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে কনিয়ারা ১ নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গাপুরে মাসুদ মণ্ডলের (৪১ বছর) বাড়িতে হানা দেয় বাগদা থানার পুলিশ। এই অভিযানেই মাসুদের বাড়ি থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে পুলিশ। ধৃত যুবকের নাম মেহেবুব হাসান রাসেল (রাহুল মণ্ডল)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বাংলাদেশি মেহেবুব  হাসান রাসেল ভারতীয় নাগরিক মাসুদকে বাবা পরিচয় দিয়ে এ দেশের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও প্যান কার্ড বানিয়েছিল। দু'বছর আগে চোরা পথে মেহেবুব হাসান ভারতে এসে মাসুদের বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ জানতে পেরেছে যে, মেহেবুব বাংলাদেশের যশোর জেলার চৌগাছা আফরা গ্রামের বাসিন্দা। 

    তবে, কী কারণে মাসুদ এই বাংলাদেশি যুবককে নিজের ছেলে পরিচয় দিয়ে বাড়িতে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

    সোমবার ধৃত মাসুদ মণ্ডল ও মেহেবুব হাসান রাসেলকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বনগাঁ মহকুমা আদালত।
  • Link to this news (আজকাল)