• বর্ষশেষের রাতে বাঁধভাঙা ভিড়ের সম্ভাবনা, যাত্রীদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ কলকাতা মেট্রোর
    আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বর্ষশেষের রাতে যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা করল কলকাতা মেট্রো। বছরের শেষ রাতে ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ছ’টি বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো। জানানো হয়েছে, সমস্ত গেটে মোতায়েন করা হবে দক্ষ আরপিএফ কর্মী। যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। মহিলা এবং শিশুদের সুরক্ষার জন্য পার্ক স্ট্রিট স্টেশনে মহিলা আরপিএফ মোতায়েন করা হবে। গঠন করা হবে একটি বিশেষ দল যেখানে একজন সাব-ইন্সপেক্টর/অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং চারজন কর্মী। এই বিশেষ দলের কর্মীদের মোতায়েন করা হবে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে এই দলকে।

     

    ব্লু লাইনের মেট্রোতেই সবথেকে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টানা চলবে সিসিটিভি মনিটরিং। যাত্রীদের সঠিক নির্দেশনা দিতে পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ্যক আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। উল্লেখ্য, বর্ষশেষের রাতে বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আগামী মঙ্গলবার অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) তিন জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তিনটি মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন থেকে কবি স্টেশন পর্যন্ত। অন্য তিনটি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। মেট্রোর বাকি সূচি অপরিবর্তিত থাকছে।

     

    রবিবার এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তিন মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। দ্বিতীয় বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে দক্ষিণেশ্বর স্টেশনে রাত ১০টা ৩ মিনিটে, আর কবি সুভাষ স্টেশনে রাত ১০টা ১০ মিনিটে। দক্ষিণেশ্বর থকে শেষ বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে যথাক্রমে ১০টা ১৮ এবং কবি সুভাষ থেকে ১০টা ২৫ মিনিটে। রাতের বিশেষ মেট্রো অন্যান্য দিনের মতো ওই দিনেও দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
  • Link to this news (আজকাল)