মমতার সভায় সন্দেশখালির মহিলারা যাননি, দাবি শুভেন্দু অধিকারীর
আজ তক | ৩১ ডিসেম্বর ২০২৪
মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে আসেননি সন্দেশখালির মহিলারা, দাবি করলেন শুভেন্দু অধিকারী। এদিন সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু। সেখানে বলেন, 'সন্দেশখালির মহিলারা যাননি, কিছুজনকে ভয় দেখিয়েছে যে বাড়ির টাকা দেব না। অল্প সংখ্যক কিছু লোক গিয়েছে।' উল্লেখ্য, সোমবার, প্রায় এক বছর পর সন্দেশখালিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকে ১০০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের সূচনা করেন। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে পরিষেবা হস্তান্ত করেন।
সেই সভার প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'গরিষ্ঠ সংখ্যক সন্দেশখালি দ্বীপের লোকেরা, যে পাঁচটি দ্বীপ রয়েছে, সেই পাঁচটি দ্বীপের লোক, সন্দেশখালির জেলিয়াখালি থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি। যে ৭-৮ হাজার লোক গিয়েছে, তাদের পুলিশ এবং বিডিওরা নিয়ে গিয়েছে। তাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের লঞ্চে পার করানো হয়েছে, উনি হেলিকপ্টারে গিয়েছেন। মোট ৩ কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে।' এরপরেই রাজ্যের আর্থিক পরিস্থিতির সমালোচনা করেন শুভেন্দু। তাঁর কথায়, 'এই রাজ্যটা দেউলিয়া হয়ে গিয়েছে। এই রাজ্য ২০২৪ অর্থবর্ষে, এখনও ৩ মাস অর্থবর্ষ বাকি আছে, আপনারা শুনে রাখুন, আমি নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে বলেছিলাম, ৭৯,০০০ কোটি ধার নিয়েছে বাজার থেকে। ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় অর্থ দফতরের এনওসি নিয়ে আরবিআই-এর কাছ থেকে। আর ২ হাজার ২০০ কোটি টাকা ঋণ নিয়েছে অন্য সোর্স থেকে। এই ৯ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আরবিআই-এর থেকে ঋণ নিয়ে ৬,০০০ কোটি টাকা আবাস যোজনায় প্রথম কিস্তিতে দিয়েছে। মার্চে আবার দিতে পারবে না, তখন আবার ঋণ নিয়ে আবার দেবে।' এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি যাওয়ার আগেই তৃণমূলে যোগ দিয়েছেন সুজয় মণ্ডল। একসময় এই সুজয় মণ্ডল সন্দেশখালিতে জমি দখলদারির বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সুজয় মণ্ডল ভারতীয় জনতা পার্টির লোক নয়... ও উত্তর ২৪ পরগনায় প্যারাটিচারের সংগঠনের নেতৃত্ব দেয়।' শুভেন্দু আরও দাবি করেন, 'সুজয় জয়েন করার আগে আমাকে একবার মেসেজ দিয়েছিল। আমি একটু প্রাইভেসি মেনটেন করি। আমার বাবা-মা শিখিয়েছেন তো। একটু ভদ্রতা-শিষ্টাচার আছে। আমি এক্সপোজ করতে চাই না। তিনি যোগদান করার আগে কেন যোগ দিয়েছেন আমাকে লিখে জানিয়েছেন। তিনি তৃণমূল করেছেন লোকসভা ভোট থেকে। আর পার্শ্বশিক্ষক যে সংগঠন আছে উত্তর ২৪ পরগনার, তার নেতা।'