• মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফিরছেন বাংলাদেশে আটক মৎস্যজীবীরা
    দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৪


  • এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বাংলাদেশে ৯৫ জন মৎস্যজীবী গ্রেপ্তারের পরেই তাঁদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হন। কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে যাবতীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছিলেন। এমনকী মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করে ওই মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে নিজেদের পরিবারের কাছে ফিরতে চলেছেন ৯৫ জন মৎস্যজীবী। অন্যদিকে পাল্টা সৌজন্য হিসেবে ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ছেড়ে দেওয়ার দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানা যাচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)