• ভেন্টিলেশনে ‘কালীঘাটের কাকু’
    দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৪


  • সোমবার সকালে পছন্দের বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণকে স্থানান্তরের জন্য বিচার ভবনে আবেদন জানান তাঁর আইনজীবী। তিনি জানান, আলিপুরের ওই হাসপাতালে এর আগেও সুজয়কৃষ্ণের চিকিৎসা হয়েছে। সেখানে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। অপরদিকে ইডির আইনজীবী আদালতে জানান, এক্ষেত্রে অভিযুক্তের নিরাপত্তার বিষয়টি দেখা প্রয়োজন। সব পক্ষের বক্তব্য শুনে বিচারক নির্দেশ দেন, চিকিৎসার প্রয়োজন হলে নিরাপত্তা দিয়ে যেন সুজয়কৃষ্ণকে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলকাতা পুলিশকে তাঁর নিরাপত্তার বিষয়টা দেখার নির্দেশ দেন বিচারক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)