কাঁথির সমবায় সমিতির নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে মামলা
দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৪
প্রসঙ্গত, কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে মোট আসন সংখ্যা ১০৮টি। যেখানে তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের সমর্থনে মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৮০ হাজার ৪৮০ জন। এই ব্যাঙ্কের পরিচালন কমিটির হাতে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন ছিল। মাঝে তিন বছর নির্বাচন হয়নি। ব্যাঙ্কে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে পরবর্তীতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। গত ১৫ ডিসেম্বর এই সমবায় সমিতির নির্বাচন হয়।