• ফের পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন
    দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৪


  • এদিন কালীঘাটের কাকুকে আদালতে নিয়ে আসার পথে, তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, -‘তাঁর মক্কেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে হবে’। আদালত আইনজীবীর আবেদন মঞ্জুর করে। তখনই ইডি আশঙ্কা প্রকাশ করে আবেদন করে, সুজয়কৃষ্ণকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময়ে যেন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিচারক কলকাতা পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেন। ২ জানুয়ারি ওই হাসপাতালকে ‘কাকু’র শারীরিক অবস্থার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)