জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: সন্দেশখালিকাণ্ডে তখন উত্তাল গোটা রাজ্য। আন্দোলনের যিনি মুখ ছিলেন, সেু সুজয় মণ্ডল এবার যোগ দিলেন তৃণমূলরে। তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন ব্লক সভাপতি দিলীপ মল্লিক। 'তৃণমূলের প্যারা টিচার সংগঠনের নেতা', বললেন শুভেন্দু।
চলতি বছরের প্রথমদিনেই খবরের শিরোনামে চলে আসে সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। এরপর যখন শাহাজাহানকে গ্রেফতার করা হয়, তখন তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল-সহ একে পর এক অভিযোগ ওঠে। সন্দেশালিতে রীতিমতো আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দারা।
তৃণমূলের যোগ দেওয়ার পর, সুজয় অবশ্য় বলেন, 'আমাদের আন্দোলনটা কোনও রাজনৈতিক আন্দোলন ছিল না। গুটিকয়েক ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন ছিল। যাঁরা তৃণমূলে থেকে, তৃণমূলের ক্ষতি করছিল। যেকারণে প্রতিবাদ ছিল। সাধারণ মানুষের উপর অত্যাচার দিনের দিন বেড়ে যাচ্ছিল। সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছিল, যাঁরা তৃণমূল করছিল, তাঁদের উপরে। জমি-জায়গা জবর দখলের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল'।
সুজয় জানান, 'সেই জায়গায় আমাদের মন্ত্রীরা এসেছিলেন, পার্থবাবু এবং সুজিতবাবু। আমার বাড়িতেও এসেছিলেন। কথা দিয়েছিলেন, আগের সন্দেশখালি ফিরিয়ে দেওয়া হবে। যেহেতু এখন আমি দেখছি, সন্দেশখালি আগের সন্দেশখালিতে ফিরে এসেছে। সন্দেশখালি ব্য়াটন এখন যাঁর হাতে, সেই দিলীপ মল্লিক মহাশয়, তিনি তাঁর সুচারু কর্মদক্ষতায় এবং রাজনৈতিক মতাদর্শ মেনে সুন্দরভাবে সন্দেশখালিতে পরিচালনা করছেন। যেকারণে আমার তৃণমূলের ফিরে আসা'।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ, 'তৃণমূলের লোক। ও লোকসভা ভোটে তৃণমূল করেছেন। তৃণমূলের প্যারা টিচার সংগঠনের নেতা'। বলেন, ৫ দিন আগে হোয়াটস অ্যাপ মেসেজ করেছেন, আমি চাপে পড়েছি। আমি বলেছি, আপনি সিদ্ধান্ত নিন এবারে। হিন্দুদের ক্ষতি হবে। আমাদের হয়ে কাজ করবে না'।