স্টার সরে বসল বিনোদিনী থিয়েটারের অস্থায়ী ফলক, কয়েকঘণ্টার মধ্যে কার্যকর মুখ্যমন্ত্রীর নির্দেশ
প্রতিদিন | ৩১ ডিসেম্বর ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক ঘণ্টার মধ্যে কার্যকর হল মুখ্যমন্ত্রীর নির্দেশ। বদলে গেল শতাব্দী প্রাচীন থিয়েটার হলের নাম। স্টারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার। সোমবার সন্ধ্যার মধ্যে নতুন নামের অস্থায়ী ফলক লাগিয়ে ফেলেছে কলকাতা পুরসভা। সরিয়ে ফেলা হয়েছে স্টার নামের ফলকও। আগামিকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নতুন স্থায়ী ফলক লাগিয়ে ফেলা হবে বলে পুরসভা সূত্রে খবর। সন্দেশখালিতে দাঁড়িয়ে সোমবার দুপুরে এই নামবদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেলের মধ্যে তড়িঘড়ি নামফলক বদল করে দেয় পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানান, “মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা স্টার নামের ফলক সরিয়ে দিয়েছি। বিনোদিনী থিয়েটার নামের অস্থায়ী ফলক লাগানো হয়েছে। কাল স্থায়ী ফলক লাগিয়ে দেওয়া হবে।” নাম বদলে দেওয়া প্রসঙ্গে কলকাতা হেরিটেজ কমিশনের এক শীর্ষকর্তা জানান, রাজ্য চাইলে কোনও ঐতিহ্যবাহী বিল্ডিংয়ের নাম বদল করতেই পারে। কোনও সমস্যা নেই। ১৯৯১ সালে আগুনে পুড়ে যায় ঐতিহ্যবাহী থিয়েটার হলটি। ২০০৫ সালে সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন নতুন রূপে সেজে উঠেছিল স্টার থিয়েটার। মেয়রই নতুন স্টার থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। সিনেমা হল, রেস্তরাঁ, ক্যাফে থেকে শুরু করে বিশেষ গ্যালারি রয়েছে এই শতাব্দি প্রাচীন মঞ্চে। এবার সেই স্টারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার।