সংবাদদাতা, জঙ্গিপুর: সংস্কারের কাজ চলায় সোমবার সকালে সূতির আহিরণ ব্রিজে একটি লেন বন্ধ করে দেওয়া হয়। এক লেন দিয়েই যানবাহন চলাচল করায় জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়। ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। জঙ্গিপুর ও ফরাক্কার দিকে যেতে গাড়ির লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে সকলকে। অ্যাম্বুল্যান্সে রোগীদের নিয়ে যেতেও যানজটে নাকাল হচ্ছেন লোকজন। এদিন বিকেল পর্যন্ত চলে ব্রিজ সংস্কারের কাজ। যানজট নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় পুলিসকে।
সূতি -১ ব্লকের বিডিও অরূপ সাহা বলেন, ব্রিজের একটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ সকাল থেকে সংস্কারের কাজ শুরু করে। একটি লেন বন্ধ হওয়ার ফলে যানজট হয়। সংস্কার শেষ হলে বিকেলের পর যান চলাচল স্বাভাবিক হয়।
মুর্শিদাবাদের উপর দিয়ে চলে গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগস্থাপনকারী জাতীয় সড়কে আহিরণে ফিডার ক্যানালের উপর ব্রিজটি নির্মীত হয়। এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লরি ও যানবাহন চলাচল করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পাশেই আরেকটি নতুন ব্রিজ তৈরি করে। ব্রিজটি চালু হলেও কিছু ত্রুটি ধরা পড়ায় প্রায় বছর খানেক সেটি বন্ধ করে দেয়। ফলে পুরনো ব্রিজ দিয়েই যানবাহন চলাচল করে থাকে। সম্প্রতি ব্রিজের মাঝের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। ব্রিজের কংক্রিট উঠে গিয়ে লোহার রড বেরিয়ে পড়ে। কিছুটা অংশ ফাঁকও হয়ে গিয়েছে। এদিন সকাল থেকেই ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশের কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
যানজটে বিরক্ত ট্রাক চালক রবি মণ্ডল বলেন, প্রায় ৪০ মিনিট ধরে আঁটকে রয়েছি। ব্রিজে কাজ চলছে তাই দু’ই প্রান্ত থেকে একটা একটা করে গাড়ি ছাড়ছে। একটা গাড়ি পার হতে না হতেই আরও দশটা গাড়িকে এসে আটকে পড়ছে, ফলে সময় লাগছে। সূতি থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, যানজট নিয়ন্ত্রণে যথেষ্ট পুলিস রয়েছে। ব্রিজের কাজ হয়ে গিয়েছে। যানজট সমস্যা মিটে যাবে।