• বর্ষবরণে কালনাজুড়ে বেপরোয়া বাইক ও গাড়ি চেকিংয়ে পুলিস
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: বর্ষ বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দের মধ্যে বেপরোয়া বাইক আরোহীদের লাগাম টানতে তৎপর হয়েছে কালনা মহকুমা পুলিস। হেলমেট না পরে বাইক চালানো ও মদ্যপ বেপরোয়া বাইক চালকদের শায়েস্তা করতে ব্রিদ অ্যানালাইজার নিয়ে নজরদারিতে নেমেছে কালনা ও নাদনঘাট থানার পুলিস। শহর ও এসটিকেকে রোড সহ অন্যান্য রাস্তাগুলিতে চলছে রাতদিন অভিযান। রবিবার পুলিস অভিযান চালিয়ে সাতজন মদ্যপ বাইক চালককে গ্রেপ্তার করেছে। এছাড়াও হেলমেট না পরায় ১৫জনকে জরিমানা করেছে ট্রাফিক পুলিস। চলতি মাসে কালনা ট্রাফিক পুলিস ট্রাফিক নিয়ম না মেনে গাড়ি চালানোয় প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

    প্রসঙ্গত, গত দু’মাসে নাদনঘাট থানার এসটিকেকে রোডের গৌড়াঙ্গপাড়া, নসরৎপুর ও তুলসীডাঙা এলাকায় পৃথক তিনটি পথ দুর্ঘটনায় ৯ জন বাইক আরোহীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে অধিকাংশই ছিল স্কুল পড়ুয়া ও অল্পবয়সি যুবক। দুর্ঘটনা কমাতে পুলিস প্রশাসন থেকে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিরা রাস্তায় নেমে সচেতনতার প্রচার চালাচ্ছে। সচেতন করতে রাস্তায় নামেন মন্ত্রী স্বপন দেবনাথ ও মৃতদের পরিবারের লোকেরা। বর্ষবরণের রাতে ও নতুন বছরের দিনগুলিতে আনন্দে মাততে গিয়ে বেপরোয়া হয়ে ওঠে চালকরা। তাই এমন বেপরোয়া ও মত্ত বাইক, গাড়ি চালকদের রাশ টানতে পুলিস কড়া পদক্ষেপ নিচ্ছে। রবিবার ও সোমবার কালনা থানার পুলিস শহরের বকুলতলা, সিদ্ধেশ্বরীতলা, তেঁতুলতলা সহ পাণ্ডুয়া মোড়, বৈদ্যপুর মোড় প্রভৃতি এলাকায় অভিযান চালিয়ে চারজন মদ্যপ বাইক চালককে গ্রেপ্তার করে। নাদনঘাট থানার পুলিস হেমাতপুর মোড় এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে। কালনা ট্রাফিক পুলিস মদ্যপ অবস্থায় দু’জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ট্রাফিক পুলিস রবিবার ও সোমবার হেলমেট না পরায় ১৫জন বাইক চালককে এক হাজার টাকা করে জরিমানা করেছে।  কালনার এসডিপিও রাকেশকুমার চৌধুরী বলেন, পথ দুর্ঘটনা কমাতে পুলিস যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এধরনের অভিযান চলবে।
  • Link to this news (বর্তমান)