স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্ক জানায় মারধর, বেলডাঙায় আত্মঘাতী স্ত্রী
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, বহরমপুর: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে বাধা দিয়েছিলেন স্ত্রী। বচসা চলাকালীন স্ত্রীকে বেধড়ক মারধর করেন স্বামী। অভিমানে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বধূ। গত ২১ ডিসেম্বরের ঘটনায় রবিবার রাত ৩টে নাগাদ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃত্যু হয়। মৃতের নাম জেসমিনা খাতুন(২৩)। বাড়ি বেলডাঙা থানার মহেশপুর বটতলা। বেলডাঙা থানার পুলিস জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা। কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে নদীয়া জেলার নাজিরপুরের বাসিন্দা জেসমিনা খাতুনের মহেশপুরে আত্মীয়ের সঙ্গে বিয়ে হয়। দম্পতির চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মৃতের বাবা নামাজ আলি শার অভিযোগ, বছর খানেক আগে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে জামাইকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে। ফের আর এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন জেসমিনা। এই নিয়ে গত ২১ ডিসেম্বর প্রতিবাদ করতে গেলে জেসমিনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন তাঁর স্বামী। রাত ৯টা নাগাদ আত্মীয় প্রতিবেশীরা জেসমিনাকে তাঁর বাড়িতে ফিরিয়ে আনেন। রাত সাড়ে ৯টা নাগাদ কেরোসিন তেল ঢেলে নিজেই গায়ে আগুন লাগান। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নামাজ আলি শা বলেন, মেয়েকে বহুবার মারধর করে বের করে দিয়েছে। আত্মীয়ের মধ্যে বিয়ে বলে সমঝোতা করে নিয়েছি। এবার মেয়েকেই হারালাম।