বীরসিংহ গ্রামীণ হাসপাতালে প্রাচীর না থাকায় বসছে নেশার আসর
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, ঘাটাল: বীরসিংহ গ্রামীণ হাসপাতালে প্রাচীর নেই। নেই কোনও নিরাপত্তা কর্মী। ফলে সন্ধ্যা নামলেই হাসপাতাল চত্বরের মধ্যে বসে নেশার ঠেক। মাঝেমধ্যেই মদ্যপরা হাসপাতালের ডাক্তার ও নার্সদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ফলে তাঁরা রোগী পরিষেবা দিতে গিয়ে নিরাপত্তার অভাব বোধ করছেন। সমস্যার কথা স্বীকার করেছেন ওই হাসপাতালের চিকিৎসক তথা ঘাটাল ব্লক মেডিক্যাল অফিসার মহম্মদ সহিদুল আলম। তিনি বলেন, হাসপাতালের সীমনা প্রাচীর না থাকার জন্যই আমাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। হঠাৎ করে হাসপাতাল থেকে নিরাপত্তা কর্মীদের উঠিয়ে নেওয়ার ফলে চিকিৎসক ও নার্স কোয়ার্টারে পরিবার নিয়ে থাকার সাহস পাচ্ছেন না। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান লাগোয়া ওই ঘাটাল ব্লক হাসপাতালটি। প্রত্যন্ত এলাকায় হাসপাতালটি হওয়ায় ঘাটাল ব্লক ছাড়াও খড়ার পৌরসভা, চন্দ্রকোণা-১ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ ওই হাসপাতালের উপর নির্ভরশীল। প্রত্যেক দিন আউটডোরে প্রায় ৩০০জন রোগী চিকিৎসা করাতে আসেন। ৩০ শয্যা বিশিষ্ট ওই হাসপাতালে সমস্ত বেডেই রোগী ভর্তি থাকেন। স্থানীয়রা বলেন, হাসপাতালের সীমানা প্রাচীর নেই। যার সুযোগ নিচ্ছে নেশাগ্রস্তরা। রাত হলেই এখানে বসছে মদের আসর। সকালে দেখা যায় মদের বোতল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ওই হাসপাতালের একজন নার্স জানান, কিছুদিন আগেও হাসপাতালে নিরাপত্তা কর্মী ছিল। বর্তমানে নিরাপত্তা কর্মীরা আর হাসপাতালে আসছেন না। ডাক্তাববাবু ও আমাদের রোটেশনে ডিউটি করতে হয়। তাই কোয়ার্টার থেকে হাসপাতাল যাতায়াত করতে সমস্যা হচ্ছে। রাতে কোয়ার্টারে পরিবারের সদস্যদের রেখে ডিউটি করতে এসে টেনশনে থাকতে হয়। হাসপাতালের মধ্যে দিয়ে অনেকে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছে। বিএমওএইচ বলেন, এমনিতেই মদ্যপরা মাঝেমধ্যেই হাসপাতালে এসে তাণ্ডব করে। নার্সদের মারতে যায়। কীভাবে এর সমাধান করব, তা নিয়েই চিন্তায় রয়েছি। নিরাপত্তা কর্মী চেয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি।ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, শীঘ্রই ওই হাসপাতালে নিরাপত্তা কর্মীর ব্যবস্থা করার উদ্যোগ নেব। প্রাচীরের বিষয়ে পূর্তদপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি সার্ভেও হয়েছে।