নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: রাজ্যস্তরের পর জাতীয়স্তরের যোগা প্রতিযোগিতায় জোড়া সাফল্য এল। ৪৩তম জাতীয় যোগা প্রতিযোগিতায় ঝাড়গ্রামের শর্মিষ্ঠা দত্ত প্রথম স্থান অর্জন করছেন। ৪০ থেকে ৫০ বছর মহিলা বিভাগে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। ৪৩ বছর বয়সে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। পেশায় অঙ্কের শিক্ষক ৫২ বছরের বিমান সাহা ৫০ থেকে ৬০ পরুষ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন। জাতীয় স্তরে জোড়া সাফল্যে উচ্ছ্বসিত জেলার বাসিন্দারা।ঝাড়খণ্ডের ধানবাদে ইন্ডিয়ান যোগা ফেডারেশনের উদ্যাগে ৪৩তম জাতীয় যোগা চ্যাম্পিয়ন শিপের আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতা ২৮ তারিখ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলে। সোমবার জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিমানবাবু জাতীয় স্তরে এই প্রথমবার সাফল্য পেলেন। তবে, শর্মিষ্ঠাদেবী এর আগেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সুকোমল চন্দ ও নির্মাল্য চৌধুরি বলেন, জেলায় যোগার প্রসারে আমরা কাজ করে চলেছি। জাতীয় স্তরের সাফল্যে যোগার প্রতি জেলার মানুষের আগ্ৰহ আরও বাড়বে। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, জাতীয় স্তরে এই দুজনের কৃতিত্বে আমরা গর্বিত। ঝাড়গ্রামের ছেলেমেয়েরা সব কিছু করতে পারে। ঝাড়গ্রামের নাম এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়ুক।