সংবাদদাতা, শীতলকুচি: টাকা ভর্তি ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন ফুটপাতের এক কাপড় ব্যবসায়ী। শীতলকুচি থানার সামনে কাপড় বিক্রি করেন আমির হোসেন। সোমবার দুপুরে দোকানের সামনে টাকা ভর্তি ব্যাগটি তিনি পান। জানা গিয়েছে, মধ্য শীতলকুচি গ্রামের বাসিন্দা গঙ্গা বর্মন ৫০ হাজার টাকা ব্যাঙ্কে জমা করতে এসে ব্যাগটি ভুলে চলে যান। ব্যাগটি নজরে আসতে ওই ব্যবসায়ী তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহকে জানান। পরে ওই মহিলাকে ব্যাগটি তুলে দেওয়া হয়। আমির হোসেন বলেন, আমার ফুটপাতের দোকানে সারাদিন অনেকেই আসেন। ওই মহিলা ব্যাগটি ভুলে চলে গিয়েছিলেন। এদিকে, ব্যাগটি ফিরে পেয়ে খুশি গঙ্গাদেবী। তিনি বলেন, ব্যাগে ৫০ হাজার টাকা ছিল। ব্যাগটি ফিরে পাওয়ার জন্য তিনি ওই ব্যবসায়ীকে ধন্যবাদ জানান।