• ওদলাবাড়ি ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে মৃত্যু বাইক চালকের  
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার বিকেলে মালব্লকের ওদলাবাড়ি ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিস জানিয়েছে, ডামডিমের দিক থেকে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ওদলাবাড়ির দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে প্রায় ৩০ ফুট নীচে রাস্তায় পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। মাল থানার ট্রাফিক ওসি দেবজিৎ বসু বলেন, বাইকটি বিহারের সারন জেলার নটবর বীরবল গ্রামের রবীন্দ্র রায়ের নামে নথিভুক্ত রয়েছে। 
  • Link to this news (বর্তমান)