• বাংলাদেশিদের জন্য কোচবিহারে এবার বন্ধ হোটেলের দরজা
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আলিপুরদুয়ারের পর এবার কোচবিহারেও বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিল হোটেল মালিকদের সংগঠন। চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া বাংলাদেশের কোনও নাগরিককে কোচবিহারের কোনও হোটেলে থাকতে দেওয়া হবে না। কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার রাতে এমনই সিদ্ধান্ত নেওয়া হলো। চিকিৎসার জন্যও যদি কোনও বাংলাদেশি নাগরিক এখানে আসেন তাহলেও তাকে পুলিসের অনুমতি নিতে হবে। তবেই কোনও  হোটেলে থাকতে দেওয়া হবে। 

    কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপকুমার মৈত্র বলেন, বাংলাদেশি কোনও নাগরিককে কোচবিহারের হোটেলে থাকতে দেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসার বিষয় হলেও পুলিসের অনুমতি নিতে হবে। যদিও গত একমাসে বাংলাদেশি কোনও নাগরিক এখানকার হোটেলে আসেননি।
  • Link to this news (বর্তমান)