• নতুন বছর থেকে শীতের আমেজ বাড়বে উত্তরবঙ্গে
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নতুন বছরে ঠান্ডার কামড় বাড়বে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। সোমবার শীতের গতিবিধি নিয়ে এমন পূর্বাভাস ঘোষণা করেন সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা। তিনি বলেন, পশ্চিমীঝঞ্ঝা সক্রিয় হয়েছে। যার ফলে ফের দুই-তিনদিন উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে দিনে হালকা রোদের দেখা মিলবে। সঙ্গে থাকবে উত্তরে হাওয়া। শীতের আমেজ মিলবে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা এক-দুই ডিগ্রি কমবে। এর জেরে রাতে ঠান্ডার কামড় বাড়বে। কিছু কিছু এলাকায় কুয়াশার দাপটও থাকবে। 

    কয়েকদিন ধরে শিলিগুড়ির শীত কার্যত উধাও। দুপুর রোদের অস্বাভাবিক দাপট থাকছে। এদিন সকালেও একই অবস্থা ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপট কমে। গোটা আকাশ হালকা মেঘে ঢেকে যায়। দুপুরের পর থেকে কনকনে হাওয়া চলে। যার জেরে এদিন বিকেল থেকেই ফের শীতের আমেজ মেলে।
  • Link to this news (বর্তমান)