• ঘূর্ণাবর্তের কারণে শীত কমলেও আজ থেকে কিছুটা নিম্নগামী হবে তাপমাত্রা
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষ শেষের আগের দিন সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গজুড়ে শীতের আমেজ কমল। রবিবারের তুলনায় এদিন দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আজ, মঙ্গলবার বছরের শেষদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে বলেই আশা করছেন আবহাওয়াবিদরা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। নতুন বছরের প্রথম দিন, আগামী কাল, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। 

    তবে এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির আশপাশে থাকবে। বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করার কারণে এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া সোমবার সক্রিয় হতে পারেনি। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা (১৭.৬ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি বেশি ছিল। সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা (১৯.১ ডিগ্রি) ছিল আরও বেশি। পশ্চিমাঞ্চলের পুরুলিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি অতিক্রম করে। বিহারের উপর থাকা ঘূর্ণাবর্তটি সরে যাওয়ার ফলে আজ থেকে উত্তুরে হাওয়া কিছুটা সক্রিয়তা ফিরে পাবে। আশা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-তিন দিনে পূর্ব ও মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। 

    পশ্চিম হিমালয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দেওয়ার কারণে আপাতত কলকাতাসহ সংলগ্ন দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়বে না। ৪ জানুয়ারি নাগাদ পশ্চিম হিমালয়ে একটি শক্তিশালী ঝঞ্ঝা আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পশ্চিম হিমালয় এলাকায় ফের তুষারাপত হবে। ঝঞ্ঝা এলেই উত্তুরে হাওয়া কমজোরি হয়ে পড়ে। তখন সর্বনিম্ন তাপমাত্রা বাড়ে। কমে আসে শীতের আমেজ। গোটা শীতকালজুড়ে এই কারণে শীতের মাত্রার ওঠা-নামা চলতেই থাকে। 
  • Link to this news (বর্তমান)