রাস্তা তৈরিতে ব্যবহার থেকে আয়ের সংস্থান, প্লাস্টিক-বর্জ্যই এখন নয়া ‘সম্পদ’ একাধিক জেলায়
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিভিন্ন জেলায় প্লাস্টিক বর্জ্য এখন ‘সম্পদ’ বলে গণ্য হচ্ছে। কোনও কোনও পঞ্চায়েতের ক্ষেত্রে কিছু আয়েরও দিশা দেখাচ্ছে বস্তুটি। পঞ্চায়েত দপ্তরের পর্যালোচনায় উঠে এসেছে এমনই তথ্য। রাজ্যে এখনও প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ইউনিট সর্বত্র চালু হয়নি। তাই যেখানে যেমন বর্জ্য সংগ্রহ হচ্ছে সেটাকেই পুনর্ব্যবহার করার উদ্যোগ নিচ্ছে বিভিন্ন জেলা। দপ্তরের হিসেব বলছে, চলতি বছরে ১৬৬ টন এই বর্জ্য সংগৃহীত হয়েছে। তার মধ্যে ৮২ টন বিভিন্ন কাজে ব্যবহার করেছে কয়েকটি জেলা। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রাস্তা তৈরি, প্লাস্টিক বোতল গুঁড়িয়ে অন্য সংস্থায় বিক্রয় প্রভৃতি।
যথেচ্ছ ব্যবহৃত প্লাস্টিক একটা সময় ক্ষতিকর বর্জ্য হিসেবেই রাস্তাঘাট, মাঠে-ময়দানে যত্রতত্র পড়ে থাকত। তার থেকে রেহাই পেতে চলতি বছরে প্রত্যেক জেলায় একাধিক প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা চালু করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তর। কিন্তু সব মিলিয়ে এখনও পর্যন্ত মাত্র ৭৯টি ইউনিট তৈরি হয়েছে। চালু হয়েছে তার মধ্যে খান পঞ্চাশেক। এই পরিকাঠামোর ভিত্তিতেই প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করার উপর জোর দিয়েছে তারা। আর তাতেই কেজি কেজি ব্যাগ, বোতলসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করছেন সাফাই কর্মীরা। কিন্তু সেগুলি দিয়ে কী করা যাবে তা নিয়েই তৈরি হয়েছিল সংশয়। কারণ এখনও সব পঞ্চায়েত এলাকায় সেটা তৈরি হয়নি। শেষ পর্যন্ত দপ্তরের পরামর্শ মেনে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে এই বর্জ্য। যেমন জলপাইগুড়ি জেলায় পাঁচ কুইন্টাল প্লাস্টিক বর্জ্য রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও রাস্তা তৈরিতে অন্যান্য সামগ্রীর সঙ্গে এক কুইন্টাল প্লাস্টিক বর্জ্য মেশানো হয়েছে। আবার কিছু গ্রাম পঞ্চায়েত এই বর্জ্য বিভিন্ন সংস্থায় বেচে মোটা টাকা রোজগার করছে।