‘কালীঘাটের কাকু’ হাসপাতালে, হল না চার্জ গঠন, নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন ‘জেলবন্দি’ পার্থ
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতে এসে নতুন বছরে সকলকে আগাম শুভেচ্ছা জানালেন ‘জেলবন্দি’ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার কলকাতার নগর দায়রা আদালতে ছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। নির্দিষ্ট সময়ে জেল থেকে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি অভিযুক্তদের হাজির করা হয়। জামিনে থাকা অর্পিতা মুখোপাধ্যায় সহ অন্যানরা এদিন হাজির ছিলেন। কিন্তু গরহাজির ছিলেন জেল হেফাজতে থাকা সুজয়কৃষ্ণ ভদ্র্র ওরফে কালীঘাটের কাকু। তাঁর আইনজীবী সোমনাথ সান্যাল বলেন, মক্কেল অসুস্থ হওয়ায় প্রেসিডেন্সি জেল হাসপাতালে থেকে প্রথমে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কোর্টের নির্দেশে ভর্তি করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। আগামী ২ জানুয়ারি তাঁর চিকিৎসা সংক্রান্ত রিপোট কোর্টে পেশ করার কথা বলে এদিন বিচারভবনের বিশেষ আদালত। এদিকে, কোর্ট সূত্রের খবর, যেহেতু অভিযুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি, তাই হাসপাতালে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, মামলার বিধান অনুসারে চার্জ গঠনের সময় সকল অভিযুক্তকে একসঙ্গে আদালতে হাজির থাকতে হয়। কিন্তু এদিন কালীঘাটের কাকু অসুস্থতার কারণে গরহাজির থাকায় সেই আইনি প্রক্রিয়া পিছিয়ে গেল। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন অভিযুক্ত মামলা থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যেই বিচারভবনের বিশেষ আদালতে আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যে সেই সমস্ত আর্জির শুনানিও হয়েছে দীর্ঘ সময় ধরে। প্রবীণ আইনজীবীদের একাংশের কথায়, কোনও মামলায় কোনও পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত, অন্য বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। তাই এই অবস্থায় নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে মূল মামলার বিচার প্রক্রিয়া কবে শুরু হবে, সেটাই এখন বড় কথা। এদিকে, এদিন বিচারভবন থেকে কড়া প্রহরায় পার্থ চট্টোপাধ্যায়কে জেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে তিনি নতুন বছরের সকলকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, যারা দুঃসময় আমার পাশে ছিলেন, তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য কয়েকজন অভিযুক্তও তাঁরা তাঁদের সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করেন। কয়েকজন বলেন, আইনের প্রতি তাঁদের আস্থা ও ভরসা আছে। একই মতামত দেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী সদ্য জামিন পাওয়া অর্পিতা মুখোপাধ্যায়ও।