রাজ্য টেনিসের সাব জুনিয়র বিভাগে রানার্স চুঁচুড়ার স্বপ্নীল
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রাজ্য টেনিসে অনূর্ধ্ব ১৪ বিভাগে (সাব জুনিয়র) রানার্স হল চুঁচুড়ার স্বপ্নীল ঘোষ। ফাইনালে অল্পের জন্য ছিটকে যায় সে। গত ২১ থেকে ২৯ ডিসেম্বর সল্টলেকে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৪ বিভাগের প্রতিযোগিতা হয়। শনিবার তোতুরাম পিপুলপাতির বাসিন্দা স্বপ্নীল ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করলেও অল্পের জন্য হেরে যায় সে। প্রসঙ্গত, জেলা ও রাজ্যস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে স্বপ্নীল। ২০১৯ সাল থেকে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের তালিকায় প্রথম সারিতে রয়েছে সে। বর্তমানে অনূর্ধ্ব ১৪ বিভাগে বাংলায় তার র্যাঙ্ক পঞ্চম। আর গোটা দেশে র্যাঙ্ক হল ৫০। ১৪ বছরের স্বপ্নীলের টেনিসে হাতেখড়ি চুঁচুড়ায়। কলকাতায় বিটিএর শিবিরেও দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছে সে।
স্বপ্নীলের বাবা সুমন্ত ঘোষ পেশায় ব্যবসায়ী। মা পৃথাদেবী একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। খাদিনা মোড়ের কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে এই উদীয়মান টেনিস তারকা। তার কথায়, ‘স্কুল আমাকে যথেষ্ট সহযোগিতা করে। সেকারণেই পড়াশোনার পাশাপাশি খেলা চালিয়ে যেতে পারছি।’ চুঁচুড়ার যে ক্লাবে স্বপ্নীল প্রশিক্ষণ নিত, তার সম্পাদক অসীমকুমার দত্ত বলেন, ‘টেনিসে খরচ অনেক। তাই অনেকের প্রতিভা থাকলেও অভিভাবকরা পিছিয়ে যান। স্বপ্নীলের ক্ষেত্রে সব প্রতিকূলতা দূর হোক।’ স্বপ্নীলের বাবা বলেন, ‘আপাতত সব কিছু ভুলে ছেলের খেলার খরচ চালিয়ে যাচ্ছি। দেখা যাক কী হয়।’