নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসকে চিঠি পাঠিয়ে সময় চাইলেন কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। ওই চিঠিতে তিনি জানিয়েছেন, নতুন বছরে ৭ জানুয়ারির পর তিনি শেক্সপিয়র সরণি থানায় সশরীরে হাজির হতে পারবেন। কলকাতা পুলিসের এক সূত্রে এই খবর জানা গিয়েছে।
এই মামলায় শেক্সপিয়র সরণি থানার পুলিস ইতিমধ্যে মূল অভিযুক্ত জুনেদুল হক চৌধুরী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে’র সুপারিশে শেখ মহম্মদ ইমরাজের নামে রুম বুক করা হয়েছিল। তাই বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিস। এই মামলার তদন্তে নেমে পুলিস ইতিমধ্যে এমএলএ হস্টেলের সুপারকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বিধায়কের লেটারহেডে আসা সুপারিশ পত্রটি বাজেয়াপ্ত করেছে।
উল্লেখ্য, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে, ভয় দেখিয়ে কালনার পুর চেয়ারম্যান আনন্দ দত্তের কাছে ৫ লাখ টাকা তোলা চাওয়ার এই মামলায় নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। এমনকী এই মামলায় পলাতক শেখ মহম্মদ ইমরাজকেও হাতে পায়নি থানা। তার বাড়িতে অভিযান চালালেও খালি হাতে ফিরতে হয়েছে কলকাতা পুলিসকে।