• মহেশতলার নুঙ্গিতে হচ্ছে বস্ত্র হাট, স্টল নিতে আবেদনের হিড়িক
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে মহেশতলার নুঙ্গিতে হচ্ছে বস্ত্র হাট। সেখানে স্টল নেওয়ার জন্য ব্যাপক সাড়া পড়েছে। সব মিলিয়ে স্টল কেনার জন্য আবেদন করেছেন প্রায় দেড় হাজার ব্যবসায়ী। অথচ স্টলের সংখ্যা মাত্র ৬০০। ইতিমধ্যে মহেশতলা পুরসভা আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া শুরু করেছে। নতুন বছরে এই হাট চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। প্রকল্পটির জন্য ৩০ কোটি টাকা খরচা হবে। জেলা সূত্রে খবর, দেড় একর জমির উপর এই হাটের ভবন তৈরি করা হচ্ছে। তবে অন্যান্য মার্কেট কমপ্লেক্সের তুলনায় এর গঠন একটু আলাদা। জেলা আধিকারিকরা বলেন, সাধারণ দোকান ঘরের থেকে পার্থক্য থাকবে এখানকার স্টলের। হাটে যেমন দোকানপাট একটু খোলা ধাঁচের হয়, এখানেও সেইরকম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের লিজে নিতে হবে স্টল।

    বর্তমানে নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। কয়েক মাসের মধ্যেই তা শেষ হবে বলে আশা করছেন আধিকারিকরা। পুরসভার অবশ্য আগেই স্টলের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছিল। সেই মতো গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, মহেশতলা প্রভৃতি এলাকার বহু বস্ত্র ব্যবসায়ী এখানে দোকান নেওয়ার জন্য এগিয়ে এসেছেন। তবে ইন্টারভিউয়ের পর শেষ পর্যন্ত কাদের নাম উঠবে চূড়ান্ত তালিকায়, তা জানা যাবে কয়েকদিন বাদেই। পুরসভার এক আধিকারিক বলেন, এক ছাতার তলায় সব রকমের দোকান হবে এখানে। ব্যবসায়ীদের মধ্যে ভালোই আগ্রহ তৈরি হয়েছে। তবে সবাই তো স্টল পাবেন না। তাই বিভিন্ন বিষয়ের উপর ইন্টারভিউ নিয়ে আবেদনকারীদের বাছাই করা হচ্ছে। এদিকে, ওই হাটের পাশেই একটি পোশাক হাব তৈরি হবে বলে ঠিক হয়েছে। এই প্রকল্পটি পিপিপি মডেলে নির্মিত হবে। 
  • Link to this news (বর্তমান)