• হালিশহরে বোজানো পুকুর খোঁড়া শুরু
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ভারতী সঙ্ঘ ক্লাবের সামনে ২০১৬ সালে একটি পুকুর বুজিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এনিয়ে হালিশহর পুরসভা তদন্তের নির্দেশও দেয়। তদন্তের পরে ওই পুকুরের মালিককে দু’বার নোটিস করা হয়। সোমবার পুরসভার পক্ষ থেকে জেসিবি দিয়ে পুকুরটি খোঁড়া শুরু হয়। পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, এটি ব্যক্তি মালিকানার পুকুর। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত নয় শতক আয়তনের পুকুরটি বোজানো হয়েছে। সমীক্ষা চালানোর পরে তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো এদিন খোঁড়া শুরু হল।
  • Link to this news (বর্তমান)