• মুখ্যমন্ত্রীর উদ্যোগ, বাংলাদেশ থেকে ফিরবেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে মুক্তি পেতে চলেছে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। জানা গিয়েছে, ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল, তা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এমনকী এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি ইতিমধ্যেই ভারতীয় মৎস্যজীবী সংগঠনগুলির কাছে এসে পৌঁছেছে। এই খবর আসামাত্র খুশির হাওয়া কাকদ্বীপের মৎস্যজীবী মহলে। 

    কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছিলেন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছিল। তারপর চাপে পড়ে বাংলাদেশ সরকার ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর উপর থেকে সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর অনুরোধেই ভারতে সরকার আটক বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরানোর প্রস্তুতি নিয়েছিল। এরপরই চাপে পড়ে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

    এ বিষয়ে বাংলাদেশে আটকে থাকা এক মৎস্যজীবীর স্ত্রী সীমা দাস বলেন, ‘এতদিন আতঙ্কের মধ্যে ছিলাম। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে আমাদের মৎস্যজীবীরা। এত তাড়াতাড়ি তাঁরা মুক্তি পাবেন, তা ভাবতে পারিনি। মৎস্যজীবী সংগঠনগুলির পক্ষ থেকে জানতে পেরেছি শীঘ্রই স্বামী ঘরে ফিরবেন। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তাঁর উদ্যোগেই এটা সম্ভব হয়েছে।’

    সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘গভীর সমুদ্রে মাছ ধরার সময় ভারতের ছ’টি ট্রলার সহ ৯৫ জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূল রক্ষীরা আটক করে। অভিযোগ, তাঁরা বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়েছিলেন। প্রায় আড়াই মাস ধরে তাঁরা বাংলাদেশে আটক রয়েছেন। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা বাংলাদেশ সরকার প্রত্যাহার করে নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী বাড়িতে ফিরবেন। ভারতীয় ছ’টি ট্রলারও ফিরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, ভারতে আটকে থাকা বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবীকেও তাঁদের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।’
  • Link to this news (বর্তমান)