• হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল স্কুলছাত্র
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে কুলপি থানার পয়লা নম্বর এলাকায়। নিখোঁজ ছাত্রের নাম সত্যজিৎ মণ্ডল (১৭)। সে স্থানীয় নিশ্চিন্তপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার তিন বন্ধুর পরিবারের সঙ্গে সত্যজিৎ পয়লা নম্বরে পিকনিক করতে গিয়েছিল। দুপুরের দিকে বন্ধুরা নদীর পাড়ে বল খেলছিল। এরপর তারা নদীতে স্নান করতে নামে। তখন নদীতে ভাটা ছিল। একটি পণ্যবাহী জাহাজ সেই সময় চলে আসায় ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে তলিয়ে যায় সত্যজিৎ। বন্ধুরা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও খোঁজ পায়নি। তাদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন। চলে আসেন অন্যান্য পর্যটকরাও। কিন্তু ততক্ষণে ভাটার টানে তলিয়ে যায় ওই স্কুল পড়ুয়া। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কুলপি থানায়। পুলিস এসে মৎস্যজীবীদের নৌকা নিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু এদিন রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি। পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার সকালে ফের তল্লাশি অভিযান শুরু হবে।
  • Link to this news (বর্তমান)