• স্টার থিয়েটারের নাম এবার বিনোদিনী থিয়েটার
    দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৪


  • যদিও ১৮৮৮ সালে স্টার থিয়েটারের ঠিকানা বদলে যায়। হাতিবাগানে তৈরি হয় দ্বিতীয় স্টার থিয়েটার। তবে এই থিয়েটার তৈরিতে সরাসরি টাকা না দিলেও সেই সময় নাট্যব্যক্তিত্ব অমৃতলাল বসু, ধর্মদাস সুর নটী বিনোদিনীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছিলেন। ১৯২৮ সালে বিডন স্ট্রিটের স্টার থিয়েটার ভাঙা হয়। হাতিবাগানের স্টার থিয়েটারে কোনোদিন অভিনয় না করলেও নটী বিনোদিনীর সঙ্গে এই থিয়েটারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। জানা যায়, ২০০৪ সালে স্টার থিয়েটার নতুন করে নির্মাণের সময় নাট্যপ্রযোজক গণেশ মুখোপাধ্যায় এই প্রেক্ষাগৃহের নাম বিনোদিনী রাখার প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে স্টার থিয়েটারের দোতলায় নটী বিনোদিনী আর্ট গ্যালারি তৈরি করা হয়েছে। কিন্তু সেই সময়ও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। এবার সেই থিয়েটারের নাম তাঁর নামে রাখার সিদ্ধান্তে যোগ্য সম্মান পেলেন বিনোদিনী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)