• জোড়া ঝঞ্ঝার ধাক্কায় শীত থিতু হচ্ছে না দক্ষিণবঙ্গে
    এই সময় | ৩১ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: সামান্য আশার আলো দেখালেও নতুন বছরে বাংলার শীত–ভাগ্যে মন্দারই পূর্বাভাস! পশ্চিমি ঝঞ্ঝার গেরো কাটিয়ে আজ, মঙ্গলবার থেকে দু’–তিন দিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সাময়িক কমবে বলে আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে গত সপ্তাহ খানেক ধরে দক্ষিণবঙ্গে এক রকম গায়েব হয়ে যাওয়া শীত নতুন বছরে ঘুরে দাঁড়াতে পারে বলে আশায় ছিলেন অনেকে। সে আশায় খানিকটা জল ঢেলে আবহবিদরা জানাচ্ছেন, এই ঠান্ডার আমেজ কিন্তু মোটেই দীর্ঘস্থায়ী হচ্ছে না।

    এর নেপথ্যে রয়েছে পিঠোপিঠি আসা দু’টি পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ১ থেকে ৬ জানুয়ারির মধ্যে দু’টি পশ্চিমী ঝঞ্ঝা পরপর উত্তর–পশ্চিম ভারতের উপর দিয়ে যাওয়ার কথা। তার প্রভাবে যে ঠান্ডা উত্তুরে হাওয়া মধ্য ভারত হয়ে বাংলা–সহ পূর্ব ভারতে ঢুকে পড়ে শীতের আমেজকে জোরদার করে, সেই হাওয়া ফের থমকে যেতে পারে বলে মনে করছেন আবহবিদরা। ফলে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা কমার সুযোগ পাবে না।

    ঠিক এই কারণেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত বেশ কিছুদিন ধরে শীতের আমেজ বেমালুম গায়েব হয়ে গিয়েছে। এমনকী, ডিসেম্বরের একেবারে শেষ ক’দিনও দক্ষিণবঙ্গে ঠান্ডার দেখা নেই। সোমবার যেমন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।

    দমদম (১৭.৮), কলাইকুণ্ডা (১৭.২), বাঁকুড়া (১৭.৪), বর্ধমান (১৬.০), আসানসোলের (১৭.০) মতো দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। এমনকী এই সময়ে পানাগড় (১৬.৬), শ্রীনিকেতন (১৫.০), পুরুলিয়ার (১৪.১) মতো যে সব জায়গা সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তরবঙ্গের জেলাগুলিকে কাঁটে কি টক্কর দেয়, সেখানেও শীতের দেখা নেই।

    এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে শীত কবে ফিরবে?

    আলিপুর আবহাওয়া দপ্তর এ দিন সন্ধের পূর্বাভাসে জানিয়েছে, আগামী দু’–তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। ফলে ঠান্ডার আমেজ খানিকটা জোরদার হওয়ার কথা। তবে তারপরে পারদ খুব একটা না–কমার সম্ভাবনাই বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় আগামী ক’দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

    তার জেরে দৃশ্যমানতা বেশ খানিকটা নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বেশ কয়েক জায়গায় সকালে কুয়াশার প্রভাব থাকবে। দিন দুয়েক সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলেও তারপরে তা আর কমার সম্ভাবনা নেই।

  • Link to this news (এই সময়)