শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। ২০২৫ সালকে স্বাগত জানাতে তৈরি গোটা দুনিয়া। নতুন বছরের আগেই ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য অর্থ দপ্তর। বছরের প্রথম মাসে কতগুলি ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা?
জানুয়ারি মাসে মোট ৪টি ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু এর মধ্যে ২ দিন রবিবার পড়েছে। বুধবার, ১ জানুয়ারি, নিউ ইয়ারের ছুটি। ৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিংয়ের ‘প্রকাশ পূরব’-এর জন্য শিখ সম্প্রদায়ের সরকারি কর্মীরা ছুটি পাবেন। ৬ তারিখ সোমবার হওয়ায় রবি এবং সোম দুই দিন ছুটি উপভোগ করতে পারবেন শিখ সম্প্রদায়ের রাজ্য সরকারি কর্মীরা।
এছাড়াও ১২ তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস রবিবার পড়েছে। ফলে দুই ছুটিই হাতছাড়া হতে চলেছে। উল্লেখ্য, আগামী বছর এনআই অ্যাক্ট অনুযায়ী ২৫টি ছুটি রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। এর মধ্যে স্বাধীনতা দিবসের ছুটি এবং জন্মাষ্টমীর ছুটি একই দিনে পড়েছে। পাশাপাশি দশমী এবং গান্ধী জয়ন্তীর ছুটিও রাজ্য সরকারি কর্মীরা পাবেন একই দিনে। এ ছাড়াও রাজ্য সরকারের নিজস্ব ছুটি থাকছে ২৫টি। কিন্তু বেশ কিছু ছুটি রবিবারে পড়ার তা হাতছাড়া হচ্ছে সরকারি কর্মীদের।
চলতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রাম নবমী, মহরম, ভানু ভক্তের জন্মদিন (দার্জিলিং ও কালিম্পঙের জন্য), মহালয়া ও দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে রবিবার। ফলে এই ছুটিগুলি হাতছাড়া হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের।