• মুড সুইং-এর কারণেই জঙ্গল ছেড়ে লোকালয়ে জিনাত! গত দু’ দিনে তার খাদ্য তালিকায় কী রয়েছে জানেন? 
    আজকাল | ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৎআজকাল ওয়েবডেস্ক: বাঘিনী জিনাত। ন’ দিন তার চিন্তায় ঘুম আসেনি বন দপ্তরের, চিন্তায় কাটিয়েছেন বহু সাধারণ মানুষ। দিন এগিয়েছে, একের পর এক ঘুমপাড়ানি গুলি মিস হয়েছে, আর বেড়েছে তার জঙ্গল সফরের সময়কাল। তবে রবিবার বিকেলে, শেষমেশ ঘুমপাড়ানি গুলিতেই কাবু হতে হয় তাকে। 

    মহারাষ্ট্রের ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনাতকে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েক দিন ঘেরা জায়গায় রেখে জিনাতকে রেডিয়ো কলার পরিয়ে গত ২৪ নভেম্বর সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তার পরেই  ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় সে। কয়েক দিন ঝাড়খণ্ডে ঘুরে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাটুচুয়া জঙ্গলে, সেখান থেকে পুরুলিয়ার রাইকা পাহাড় হয়ে গোঁসাইডিহির জঙ্গল। এরমাঝে বেশ কয়েকবার জিনাতকে ধরতে খাঁচাপাতা হয়েছিল। দেওয়া হয় মুরগি, ছাগলের, টোপও। মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কাছে গোঁসাইডিহির জঙ্গেলে জিনাতের অবস্থায় দেখে দ্রুত গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়। শনিবার বাঘিনী ক্যামেরাবন্দি হতেই তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তবে তাতে কাজ হয়নি। রাতে আরও দু'বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। সেগুলোও কাজে লাগেনি। শেষে রবিবার বিকেল চারটে নাগাদ ফের জিনাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আর তাতেই কাবু হয় বাঘিনী।

    জিনাতকে খাঁচাবন্দি করার পরেই বাঁকুড়া থেকে সোজা আনা হয়েছে কলকাতায়। যদিও তাকে ফিরিয়ে দেওয়া হবে সিমলিপালের জঙ্গলেই, তবে এখন অপেক্ষার তার ফিট সার্টিফিকেটের। কেমন রয়েছে এখন সে? জানা গিয়েছে ৪ টি ট্রানকুলাইজারের প্রভাব এখনও সম্পূর্ণ কাটেনি। তার শরীরে এখনও ডার্ট এবং ওষুধের যথেষ্ট প্রভাব থেকে গেছে। জঙ্গল সফরকালে বেশ কয়েকটি গবাদি পশু খাওয়ার ফলে, আপাতত পশু হাসপাতালে মাংস ছুঁয়ে দেখেনি সে। জল এবং দুধ অর্থাৎ তরল খাবার গ্রহণ করছে। স্বস্তি দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, ন দিন জঙ্গলে ঘুরে এবড়েল, তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। 

    বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিমলিপাল অরণ্যে সম্প্রতি জন্মানো বাঘের মধ্যে জিনগত পরিবর্তন ঘটছে। জিনগত পরিবর্তনে মুড সুইং-ও হচ্ছে তাদের। একাধিকবার লোকালয়ে ঢুকে যাওয়ার প্রবণতা বাড়ছে। বাড়ছে গায়ে কালো দাগের সংখ্যা বাড়ছে এবং কমছে হলুদ দাগ।  তবে কি মুড সুইং হচ্ছে জিনাতেরও? উঠছে প্রশ্ন। একই সঙ্গে জানা গিয়েছে, জিনাত যেহেতু বন্যপ্রাণী, তাই তাকে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে কি না? হলেও কিভাবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞদের দল।
  • Link to this news (আজকাল)