নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী
দৈনিক স্টেটসম্যান | ৩১ ডিসেম্বর ২০২৪
সপ্তাহ দুয়েক আগে নন্দীগ্রামে বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে খু্নের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগ, বিষ্ণুপদ মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে বিজেপির লোকজন। তৃণমূল কর্মীর দাদা গুরুপদ মণ্ডলকেও মারধর করা হয়। মারের চোটেই মৃত্যু হয় বিষ্ণুপদর। তাঁর মৃত্যুর ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।