• কাঠ, কাচের মিস্ত্রি থেকে আচমকা কেন দুবাইয়ে শাবের ভাই? গতিবিধিতে সন্দেহ গোয়েন্দাদের
    প্রতিদিন | ৩১ ডিসেম্বর ২০২৪
  • কল্যাণ চন্দ, বহরমপুর: কাঠ, জানলার কাচের মিস্ত্রি থেকে আচমকা দুবাইয়ে গিয়েছিল বাংলাদেশি জঙ্গি শাব শেখের তুতোভাই সাজিবুল। ঘুরেছে দেশের বিভিন্ন রাজ্যেও। জঙ্গি সংগঠনের কাজেই কি এই সফর? ভাবাচ্ছে তদন্তকারীদের।
    চলতি মাসে জেএমবির সক্রিয় সদস্য শাব শেখকে কেরল থেকে গ্রেপ্তার করে অসম পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর গত ১৮ ডিসেম্বর মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আজমতপাড়া থেকে মিনারুল শেখ এবং নিশ্চিন্তপুর এলাকার আব্বাস আলিকে গ্রেপ্তার করে অসম পুলিশ। ওই দু’জনই বাংলাদেশি। তবে তারা ভারতের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়েছিল। যাদের সঙ্গে কেরল থেকে নিয়মিত যোগাযোগ রাখত বাংলাদেশের জঙ্গি শাব শেখ। রবিবার গ্রেপ্তার করা হয়েছে শাব শেখের পিসতুতো ভাই সাজিবুল ইসলামকে। এরপরই জানা গিয়েছে, সাজিবুল চাষবাসের পাশাপাশি বাড়ির দরজা জানালার কাঁচ লাগানোর কাজ করত। স্থানীয়রা জানিয়েছে, সাজিবুল এক বছর আগে দুবাই গিয়েছিল। তাছাড়া বিভিন্ন রাজ্যেও ঘুরেছে। তবে শ্রমিকের কাজেই গিয়েছিল নাকি নেপথ্যে জঙ্গি সংগঠনের কাজেই এই সফর, সেটাই প্রশ্নষ।
    গ্রেপ্তার হয়েছেন সাজিবুলের বন্ধু মুস্তাকিনও। সেও নাকি দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া। পরিবার সূত্রে খবর, কয়েক বছর আগে অন্য রাজ্যে চলে গিয়েছিল, আর আসেনি। কী কারণ, কোথায় কাজ করত সে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধৃত বাংলাদেশি জঙ্গি শাব শেখকে আশ্রয় দেওয়ার পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট বানানোর সময় সাহায্য করেছিল কিনা ওই দু’জন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যদিও মুস্তাকিম মণ্ডলের মা আফরোজা বিবি বলেন, তাঁর ছেলে নির্দোষ।
  • Link to this news (প্রতিদিন)