• আয়ার কারসাজিতেই গায়েব বাড়ির ১ কোটির গয়না, পর্দা ফাঁস কলকাতা পুলিশের
    এই সময় | ৩১ ডিসেম্বর ২০২৪
  • শিশুর দেখভালের জন্য মোটা মাইনে দিয়ে আয়া রেখেছিলেন অমিত সিং, পেশায় তিনি ব্যবসায়ী। কিন্তু সেই মহিলাই যে গৃহস্থের ‘সিন্দুক’ খালি করার ছক কষবে, তা স্বপ্নেও ঠাহর করতে পারেননি পরিবারের সদস্যরা। দক্ষিণ কলকাতার রাজা সন্তোষ রায় রোড সংলগ্ন একটি অভিজাত আবাসনের এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১ কোটি টাকা মূল্যের হিরের গয়না চুরির ঘটনার তদন্তে নেমে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় ৬ পরিচারিকা-সহ গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

    গত ২৪ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী অমিত সিংয়ের বাড়ি থেকে উধাও হয়ে যায় ১ কোটি টাকার হিরের গয়না। অভিযোগ দায়ের করা হয় পুলিশে। শুরু হয় তদন্ত।

    অমিত সিং পুরোদস্তুর ব্যবসায়ী। তাঁর বাড়িতে একাধিক পরিচারিকা ছিলেন। বাড়ির এক শিশুকে দেখভাল করার জন্য ঝুমা ঘোষ নামে এক মহিলাকে কাজও দেওয়া হয়েছিল ওই বাড়িতে। তদন্তে নেমে বাড়ির সকলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বাদ যাননি ঝুমাও।

    তাঁর কথাবার্তা সন্দেহজনক ঠেকায় আরও তলিয়ে তদন্ত করে পুলিশ। এর পরেই একের পর এক তথ্য সামনে আসতে থাকে। ঘটনায় ৬ জন পরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই চুরির ঘটনায় ‘মাস্টারমাইন্ড’ ঝুমা। যে ৫ জনকে চুরি করা গয়না বিক্রি করা হয়েছিল, তাদেরকেও গ্রেপ্তার করে পুলিশ।

    তদন্তকারীরা জানাচ্ছেন, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ৩০ ডিসেম্বর এই ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

  • Link to this news (এই সময়)