• নিউ ইয়ার্স ইভে ‘ওয়ান ওয়ে’ কলকাতার একাধিক রাস্তা, কিছু জায়গায় নিষিদ্ধ পার্কিংও
    এই সময় | ৩১ ডিসেম্বর ২০২৪
  • নিউ ইয়ার্স ইভ এবং নিউ ইয়ারকে কেন্দ্র করে মঙ্গলবার উৎসবে মেতেছে গোটা শহর। প্রতি বছরের রীতি মেনে পার্ক স্ট্রিট এলাকার বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁয় উপচে পড়া ভিড় থাকে এই সময়। ভিড়ের কারণে যাতে কোনওভাবেই যানজট না হয়, সেই জন্য একগুচ্ছ পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। একাধিক রাস্তা একমুখী (ওয়ান ওয়ে) করা হয়েছে। বেশ কিছু রাস্তায় পার্কিং করা যাবে না, লালবাজারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এমনটাও। পার্ক স্ট্রিট সংলগ্ন বেশ কিছু রাস্তায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে আজ, ৩১ ডিসেম্বর এবং আগামিকাল, ১ জানুয়ারি।

    কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, আজ মঙ্গলবার, পার্ক স্ট্রিটের পশ্চিম থেকে পূর্ব দিকের রাস্তাটি রাত ৩টে পর্যন্ত ওয়ান ওয়ে থাকবে। জওহরলাল নেহরু রোড এবং এজেসি বোস রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে একমুখী পথে গাড়ি চলবে শেক্সপিয়র সরণি হয়ে।

    এ ছাড়াও বেশ কিছু রাস্তা ওয়ান ওয়ে থাকবে। এই রাস্তাগুলি হলো: হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট ও জহরলাল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ, পার্ক স্ট্রিট-এজেসি বোস রোডের মধ্যে), রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর)। কোনও গাড়ি পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট ক্রসিং থেকে ডান দিকে ঘুরিয়ে যেতে পারবে না।

    কোন কোন জায়গায় রয়েছে ‘নো পার্কিং’-এর নির্দেশ?

    পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, কিড স্ট্রিট, রয়েড স্ট্রিট, উড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোডে কোনও গাড়ি পার্ক করা যাবে না। যদিও এই তালিকায় থাকা বেশ কয়েকটি রাস্তার নির্দিষ্ট কিছু অংশে পার্কিং করার অনুমতি থাকছে।

    কোথায় কোথায় গাড়ি পার্ক করা যাবে?

    রাসেল স্ট্রিট (পূর্ব এবং পশ্চিম দিক), ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক বরাবর পার্কিং করা যাবে।

    পুলিশি ব্যবস্থা

    এ দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে থাকবে পুলিশ সহায়তা কেন্দ্র। এ ছাড়াও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা থাকবে। থাকছে কুইক রেসপন্স টিম। অতিরিক্ত নজরদারির জন্য সাদা পোশাকেও নজরদারি চালাবে পুলিশ।

  • Link to this news (এই সময়)